ছড়া ।কবিতা
- Details
বৃষ্টি পড়ে ঝম-ঝমা-ঝম,
নদে এল বান-
বানের সঙ্গে অন্ত্যমিলে
লিখতে পারি 'ত্রাণ'।
- Details
এক পশলা বৃষ্টি পড়লে
আপনার বাড়ি যাব।
অনুমতি পেলে নতুন দুটো
লেখা পড়ে শোনাব।
- Details
একটা গাছে ফাগুন মাসে
নীলচে নীলচে স্বপ্ন ফোটে
আরেক গাছে বোশেখ মাসে
হলুদ আলোর ঝর্ণা ছোটে।
- Details
কাঁকড় মাটি, ধুলোটে পথ আমার দেশ;
নিঝুম দুপুর, সজীব বিকেল আমার দেশ;
ঘড়ির কাঁটায় বাঁধা জীবন আমার দেশ;
শিল্পশহর তকমা আঁটা আমার দেশ।
- Details
ছোট্টবেলায় ইচ্ছে ছিল হব ভাগ্নে মদন,
মামার সাথে সকাল সকাল হাঁকিয়ে গোরুর গাড়ি ,
গ্রাম-গঞ্জের হাটে হাটে ধুলো মাখা গায়ে ,
বেচব গিয়ে বোঝাই করা মাটির কলসি হাঁড়ি।
- Details
শীতল বিকেল, হিমেল হাওয়া শিরশিরে
খুঁজছে কী বা অলিতে-গলিতে ঘুরে ফিরে ?
সুয্যি ডোবে ঝুপুস করে বড্ড তাড়া,
আঁধার ঘনায় শাল মুড়ি দেয় আমার পাড়া।
খুঁজে বেড়ায় ভালবাসার একটু তাপ-
চতুর্দিকে বড্ড বেশি মন খারাপ।
- Details
বর্ষা,
আকাশ জুড়ে মেঘ গুরু গুরু,
মন উড়ু উড়ু,
বুক দুরুদুরু
বৃষ্টি ফোঁটায় মন ভরালে আমার,
কিন্ত!
সোঁদা গন্ধে ভরা,
কিম্বা খানিক ছাতা পড়া,
এত ভেজা কাপড় শুকাই কোথায়?
বল তো একবার!
- Details
একটা ছুটি চাই।
নীল পাহাড়ের কোলে
যদি পেতাম একটা ছোট
নাম -না-জানা-ঠাঁই,
- Details
১
পড়ল ঢাকে জোড়া কাঠি
এসে গেল পুজোর ছুটি
বন্ধ হল ইশকুল -অফিস যাওয়া
এখন কদিন দেদার মজা
নতুন জামা সাজা-গোজা
ভাল মন্দ হরেক রকম খাওয়া।
- Details
বৃষ্টি পড়বে টাপুর টুপুর
নদে আসবে বান,
ভেবে রেখেছি বৃষ্টি জলে
করব ধারাস্নান-
বৃষ্টিধারায় ধুয়ে যাবে
কান্না অভিমান।
- Details
আজ একটা অন্যরকম দিন।
সকাল থেকে দেখি
মহানাগরিক আকাশ জুড়ে
ধূসর মেঘের ভীড় -
নাড়ছে কড়া জৈষ্ঠ ভোরে
প্রবল কালবৈশাখী।
আজ একটা অন্যরকম দিন।
হালকা ধূসর, গাঢ় ধূসর
টুপটাপ, ঝমঝম-
শ্রান্ত ধরার তৃষ্ণা মেটায়,
ফেরায় উদ্যম ;
ডেকে আনে হটাত অবসর।
- Details
"আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে..."
ছোট্ট বেলার ছবি মন আজও ঠিক আঁকে;
"আমি যদি চাঁপার বনে চাঁপা হয়ে ফুটি..."
তবে বুঝি মন সত্যি সত্যি আজকে নেবে ছুটি;
"মাগো আমায় ছুটি দিতে বল..."
মন , দুজনাতে মিলে আজ পথ হাঁটি চল;
- Details
আয় ঘুম যায় ঘুম বালিগন্জো দিয়ে
বাঁড়ুজ্জেদের ছুটকু ঘুমায় কোলবালিশ নিয়ে
ছুটকুরানী ঘুমের মধ্যে এপাশ ওপাশ করে
ঘুমপাড়ানি মাসি-পিসি বেকায়দায় পড়ে
তারা টুপটুপ, আধো জোছনা, পাড়া হোক নিঃঝুম
ছুটকুরানীর দুচোখ জুড়ে নেমে আসুক ঘুম।
- Details
গড়িয়াহাটার মোড়ে,
মহানাগরিক ভীড়ে,
একটা পলাশ গাছ,
হটাত ফাগুন ভোরে
গড়িয়াহাটার মোড়ে,
মহানাগরিক ভীড়ে,
একটা পলাশ গাছ,
হটাত ফাগুন ভোরে,
ধূসর নীল আকাশ
(আর )মৃদু দখিনা বাতাস
পটভূমিতে রেখে, আঁকে
লাল-কমলা আভাস।
বাসে বা ফুটপাথে
ব্যস্ত চলার পথে,
বসন্তরাজ সহযাত্রী
নতুন পাতার রথে।
সাত রঙা বেলোয়াড়ি
ফাগুন-ফেব্রুয়ারি,
ইচ্ছেমতন সাজিয়ে তোলে
ধূলি ধূসর নগরী।
- Details
ওষ জড়ানো শরত ভোরে জানলা আধেক বন্ধ
বাগান থেকে ডাক দিয়ে যায় ভোরের শিউলি গন্ধ,
বড় হয়ে বদলাতে হয় চেনা জীবন ছন্দ
কিছু জানলা খোলা, আর কিছু জানলা বন্ধ।
মনের দরজা হয়ত খোলা, হয়ত আধা বন্ধ
ছোট্টবেলা ফিরিয়ে আনে সাঁঝের শিউলি গন্ধ।