যদি দাও দোরটি খুলে,
বেরিয়ে যাব আমি,
দেখব নতুন কত কিছু,
সঙ্গী হবে তুমি?

যদি দাও দোরটি খুলে,
বেরিয়ে যাব আমি,
দেখব নতুন কত কিছু,
সঙ্গী হবে তুমি?

পা বাড়িয়েই রয়েছি আমি,
দাওনা আগল খুলে,
তোমারি হাত ধরে আমি
দূ-রে যাব চলে,

ইচ্ছে হলেই হব পাখি,
প্লেন বা প্রজাপতি,
সাহস করে মেলব ডানা
যদি দাও সম্মতি।

হারিয়ে যাব অচিন দেশে,
তোমায় আমায় মিলে
বাবা তুমি আগলটাকে
এক্ষুণি দাও খুলে।