শীতল বিকেল, হিমেল হাওয়া শিরশিরে
খুঁজছে কী বা অলিতে-গলিতে ঘুরে ফিরে ?
সুয্যি ডোবে ঝুপুস করে বড্ড তাড়া,
আঁধার ঘনায় শাল মুড়ি দেয় আমার পাড়া।
খুঁজে বেড়ায় ভালবাসার একটু তাপ-
চতুর্দিকে বড্ড বেশি মন খারাপ।

চৌখুপি ফ্ল্যাট,শীশ মহল আর বস্তি-বাড়ি,
বুড়ো রিক্‌শা, অসুস্থ বাস, নধর গাড়ি;
বড় রাস্তায়, রেলিং ঘেঁষে বিছ্‌না পাতা
শীত কাটাবে আমার শহর ছেঁড়া কাঁথায়
হিমেল খোঁজে সহানুভূতির একটু তাপ-
চতুর্দিকে বড্ড বেশি মন খারাপ।

রেলের গাড়ি, কু ঝিক ঝিক মফস্বল-
চৌখুপি ক্ষেত, কারখানা আর বনাঞ্চল,
গাঁ -গঞ্জের শরীর মনে ঘুষঘুষে জ্বর
কুয়াশা-মোড়া ফুটো কম্বল শুধু নির্ভর;
নিওন বাতির প্রচুর আলো, অল্প তাপ;
চতুর্দিকে বড্ড বেশি মন খারাপ।

বালুকাবেলা, ধবল পাহাড় কিংবা মরু,
কোথায় যে কার সীমানা শেষ, কোথায় শুরু?
হিংসা, ঘৃণা, লোভ, ক্ষমতার মারণ জোট- শীত
কাটাবেই ভাবলেশহীন ওভারকোট;
শত তাজা প্রাণ যতই হারাক দেহের তাপ...

 

চতুর্দিকে বড্ড বেশি মন খারাপ।।