বৃষ্টি পড়বে টাপুর টুপুর
নদে আসবে বান,
ভেবে রেখেছি বৃষ্টি জলে
করব ধারাস্নান-
বৃষ্টিধারায় ধুয়ে যাবে
কান্না অভিমান।
বৃষ্টি পড়ছে ঝম ঝমা ঝম
নদে আসছে বান
পারছে না তো ধুয়ে দিতে
যতই করি স্নান-
বুকের ভেতর জমাট বাঁধা
কান্না অভিমান।
বৃষ্টি পড়বে টাপুর টুপুর
নদে আসবে বান,
ভেবে রেখেছি বৃষ্টি জলে
করব ধারাস্নান-
বৃষ্টিধারায় ধুয়ে যাবে
কান্না অভিমান।
বৃষ্টি পড়ছে ঝম ঝমা ঝম
নদে আসছে বান
পারছে না তো ধুয়ে দিতে
যতই করি স্নান-
বুকের ভেতর জমাট বাঁধা
কান্না অভিমান।