আয় ঘুম যায় ঘুম বালিগন্জো দিয়ে
বাঁড়ুজ্জেদের ছুটকু ঘুমায় কোলবালিশ নিয়ে
ছুটকুরানী ঘুমের মধ্যে এপাশ ওপাশ করে
ঘুমপাড়ানি মাসি-পিসি বেকায়দায় পড়ে
তারা টুপটুপ, আধো জোছনা, পাড়া হোক নিঃঝুম
ছুটকুরানীর দুচোখ জুড়ে নেমে আসুক ঘুম।
ঘুমপাড়ানী ছড়া
- Details
আয় ঘুম যায় ঘুম বালিগন্জো দিয়ে
বাঁড়ুজ্জেদের ছুটকু ঘুমায় কোলবালিশ নিয়ে
ছুটকুরানী ঘুমের মধ্যে এপাশ ওপাশ করে
ঘুমপাড়ানি মাসি-পিসি বেকায়দায় পড়ে
তারা টুপটুপ, আধো জোছনা, পাড়া হোক নিঃঝুম
ছুটকুরানীর দুচোখ জুড়ে নেমে আসুক ঘুম।