একটা গাছে ফাগুন মাসে
নীলচে নীলচে স্বপ্ন ফোটে
আরেক গাছে বোশেখ মাসে
হলুদ আলোর ঝর্ণা ছোটে।
একটা গাছে বর্ষাকালে
সুগন্ধী সব চামর দোলে,
আরেকটা গাছ শীতের শেষে
নীল আকাশে আগুন জ্বালে।
একটা গাছে আশ্বিন মাসে
আগমনীর টাপুর টুপুর,
আরেকটা গাছ শীতল বাতাস,
ঘুমপাড়ানি অলস দুপুর।
গাছগুলো সব পড়শি আমার,
সবুজ বন্ধু, মনের মতন;
ছায়ায়, মায়ায় ভরিয়ে রাখে
আমার পাড়া, আমার জীবন।
অক্টোবর ২০১৮ তে কচিকাঁচাদের ওয়েব ম্যাগাজিন 'ক্রমশঃ কিশলয়'-তে প্রকাশিত হয়েছিল।