১
পড়ল ঢাকে জোড়া কাঠি
এসে গেল পুজোর ছুটি
বন্ধ হল ইশকুল -অফিস যাওয়া
এখন কদিন দেদার মজা
নতুন জামা সাজা-গোজা
ভাল মন্দ হরেক রকম খাওয়া।
২
আমার তো নাই ইশকুল
নাইতো আমার অফিস
তা'বলে কি পাবনা ছুটি
কেমন কথা বলিস?
ছুটি নেব আমি
আমার মনও ছুটি নেবে
তোর ছুটিতে ভাগ বসাব
নিয়েছি সব ভেবে।
৩
আমিও চাই ছুটি-
অনেক ভেবে দুগগা মা'কে
দিলাম লিখে চিঠি।
দুগগা মায়ের নামে
হলুদ রঙা তুলোট কাগজ
ভরলাম নীল খামে।
মুখটি করে বন্ধ
খামের গায়ে মাখিয়ে দিলাম
শিউলির সুগন্ধ।
(করে) খানিক ডাকাডাকি
সে খাম নিয়ে চলল উড়ে
নীলকন্ঠ পাখি।
চলল যে সে উড়ে
সংগ দিল সোনা রোদ্দুর
দিক-দিগন্ত জুড়ে।
পেল মায়ের দেখা
হলুদ চিঠি খুলে মা যে
পড়ল আমার লেখা।
খানিক মিষ্টি হেসে
খানিকটা বেশ ভেবে-
মা বলল অবশেষেঃ
টুকরো নীল আকাশ,
ক' মুঠি সাদা মেঘ,
কিছু পুবালি বাতাস,
নতুন দূর্বা ঘাস,
পদ্ম, শিউলি, শালুক,
পালক সাদা কাশ।
সবুজ ধানের শীষ
কিছু সোনারং রোদ,
হাত ভরে যেন নিস।
হাতটাকে করে মুঠি-
ঝাঁকিয়ে নিয়ে দেখ রে খুলে
পেয়ে গেছিস ছুটি।
আবার পুজোর ছড়া
- Details