বর্ষা,
আকাশ জুড়ে মেঘ গুরু গুরু,
মন উড়ু উড়ু,
বুক দুরুদুরু
বৃষ্টি ফোঁটায় মন ভরালে আমার,
কিন্ত!
সোঁদা গন্ধে ভরা,
কিম্বা খানিক ছাতা পড়া,
এত ভেজা কাপড় শুকাই কোথায়?
বল তো একবার!
বর্ষা,
আকাশ জুড়ে মেঘ গুরু গুরু,
মন উড়ু উড়ু,
বুক দুরুদুরু
বৃষ্টি ফোঁটায় মন ভরালে আমার,
কিন্ত!
সোঁদা গন্ধে ভরা,
কিম্বা খানিক ছাতা পড়া,
এত ভেজা কাপড় শুকাই কোথায়?
বল তো একবার!