সকাল থেকে একটা লেখা হোয়াটস্যাপে ঘুরে আসছে, ফেসবুকেও দেখলাম। সেই 'কবিতা' করোনার আতঙ্কে বাঙালির বাজার করা নিয়ে। তার শুরুর দিকে গুচ্ছ বাজার করার বিস্তৃত বিবরণ দেখে এই দুঃসময়ে বিবমিষা জাগছে। সেই সৃজনশীল লেখার শেষ চার লাইন হলঃ
করোনায় মরি আর যাহাতেই মরি
ভাতের অভাবে আমি মরিব না, স্যরি!
আমার ফেমিলি যেন থাকে দুধেভাতে
বাকিরা মরিয়া যাক করোনার ঘাতে!
এটাকে ঠিক হেসে, "আহা ,মজাই তো করছে" বলে উড়িয়ে দিতে পারছি না। যে লিখেছে, সে যদি খ্যাপাটে বাজারুদের ব্যঙ্গ করেও এই 'কবিতা' লিখে থাকে, তাহলেও সে সেইসব স্বার্থপর বাজারুদের দলেই পড়ে। যারা এটাকে শেয়ার করছে, তাদের জন্য আমি দুঃখ বোধ করছি। লিখতে পারলেই 'লিখতে পারা' যায়না ---- এই বোধ এই জন্মে বোধহয় কিছু চরিত্রের আর হবে না।