অনেকদিন পরে ঘরে ফিরবে
আমার জন্য কি আনবে?
শেষ বিকেলের নীলচে ছাই- রঙ্গা শাড়ি এনো।
পাড়ে যেন থাকে ধূসর মেঘের মোটিফ,
আঁচলেতে সূয্যি ডোবা কুসুম রঙ কন্ট্রাস্ট,
দেখো, একটু বেছে-বুছে কিনো।
সারা বহর কি ফাঁকা থাকবে,
একঘেয়ে নীলচে ছাই-
না না, সেটা হলে মানাবে না যেন...
মাঝে মাঝে যদি উড়ে যায়
ঘরে ফেরা পাখির সিহল্যুয়েট
তাদের সাথে ফিরবে তো -তোমার মন -ও?
আবদার
- Details